১৮ জানুয়ারি খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ :

সংশোধিত :

প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৮ জানুয়ারি বিকেলে তিনি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। ওই রাতেই তিনি চট্টগ্রামে অবস্থান করবেন। তবে এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত হয়নি।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন এবং সেখানে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়।

নাজিমুর রহমান জানান, এরপর তারেক রহমান কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রামে আসবেন। দোয়া মাহফিল বিকেলে অনুষ্ঠিত হবে, যদিও নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে।

তিনি আরও বলেন, ১৮ জানুয়ারি রাতে তারেক রহমান চট্টগ্রামে থাকবেন, তবে কোথায় থাকবেন তা এখনো ঠিক হয়নি। ১৯ জানুয়ারির কোনো কর্মসূচি কেন্দ্র থেকে জানানো হয়নি।

নাজিমুর রহমান বলেন, “তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে ২০০৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে এসেছিলেন। এ হিসেবে ২০ বছরের বেশি সময় পর তিনি আবার চট্টগ্রামে আসছেন।”

নগর বিএনপির নেতা আরও জানিয়েছেন, সফরে তারেক রহমানের সঙ্গে কে কে থাকবেন তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, তারেক রহমানের বাবা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। পরে সার্কিট হাউসকে ‘রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়, যেখানে তার বাবার ব্যক্তিগত কিছু সামগ্রী সংরক্ষিত আছে।

তবে তারেক রহমান জাদুঘরে যাবেন কি না, এবং গেলে কখন যাবেন, তা বিএনপি নেতারা নিশ্চিত করে বলতে পারেননি।

সর্বশেষ খবর